ঈদকে সামনে রেখে টুপি-আতর-জায়নামাজের দোকানে ভিড়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২২, ১০:৪০ পিএম

ঈদকে সামনে রেখে টুপি-আতর-জায়নামাজের দোকানে ভিড়

নতুন জামাকাপড় কেনার পাশাপাশি ঈদের নামাজের জন্য চাই নতুন টুপি, নতুন পাঞ্জাবি সাথে সুগন্ধি আতর। ঈদ যতই ঘনিয়ে আসছে সুরমা, আতর, টুপি, তসবি আর জায়নামাজের দোকানগুলোতেও ভিড় যেন ততই বাড়ছে। ঈদে পছন্দের জামা-কাপড় কিনতে সামর্থের বিষয়টি মুখ্য হলেও প্রায় সব শ্রেণি-পেশার মানুষের চাহিদা থাকে টুপি ও আতরের।

ঈদে নতুন জামাকাপড় কেনার সঙ্গে নতুন টুপি কেনারও একটা প্রচলন আছে জানিয়ে ক্রেতারা বলছেন, গত দুই বছর তেমন ব্যবসা হয়নি। তবে এবারের ঈদে টুপি এবং আতরের চাহিদা বেশ ভালো। বাজারে টুপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ১ হাজার টাকা, জায়নামাজ পাওয়া যাচ্ছে তিন'শ থেকে ২ হাজার টাকা এবং আতর বিক্রি হচ্ছে ৩শ থেকে কয়েক হাজার টাকায়। 

 

Link copied!