সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে সরে এলো গ্রামীণফোন

অর্থ-বাণিজ্য ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৪, ০৩:০০ পিএম

সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে সরে এলো গ্রামীণফোন

গ্রামীণফোনের লোগো। সংগৃহীত ছবি

প্রিপেইড গ্রাহকদের রিচার্জের সর্বনিম্ন সীমা ৩০ টাকা নির্ধারণ করেছিল মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। তবে সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে কোম্পানিটি। আজ (বুধবার) থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল।

বিষয়টি নিয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, “সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৩০ টাকা করার বিষয়টি এখন বাস্তবায়ন করছি না। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।”

উল্লেখ্য, গ্রামীণফোনের সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৩০ টাকা করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়।

মঙ্গলবার ( ৯ জানুয়ারি) গ্রামীণফোনের অ্যাপ মাইজিপিতে দুপুরের দিকে একটি বার্তা দেখাচ্ছিল, ১০ জানুয়ারি থেকে রিচার্জের সর্বনিম্ন পরিমাণ ৩০ টাকা হবে; যদিও সন্ধ্যার দিকে সে বার্তা আর অ্যাপে দেখা যায়নি।

 

 

 


 

Link copied!