কোরবানির ঈদ সামনে রেখে ব্রাজিল থেকে পশু আমদানি করতে চায় বাংলাদেশ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
রোববার (৭ এপ্রিল) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তিনি বলেন, ‘স্বল্পমূল্যে মাংসজাত পণ্য বাংলাদেশে রপ্তানি করতে আগ্রহী হয়েছে ব্রাজিল। তবে মাংসজাত পণ্য নয় বরং ব্রাজিল থেকে পশু আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাজিল থেকে এসব পশু আমদানি করা হবে।’
একই সময় ব্রাজিলে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাও চেয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরা।