এক মাসে আইএমএফ ঋণের চেয়ে বেশি রপ্তানি আয় করলো বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক

জুন ৫, ২০২৩, ০৩:০৯ এএম

এক মাসে আইএমএফ ঋণের চেয়ে বেশি রপ্তানি আয় করলো বাংলাদেশ

সদ্য সমাপ্ত মে মাসে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় এসেছে ৪৮৪ কোটি ৯৬ লাখ ডলার। টাকার অংকে এর বিনিময় মূল্য ৫১ হাজার ৯০০ কোটি টাকা প্রায়।

রবিবার (৪ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২৩ সালের মে‍ মাসের রপ্তানি আয়ের এ তথ্য  প্রকাশ করেছে। 

বাংলাদেশের একমাসের এ রপ্তানি আয় বহুল আলোচিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)‍‍ কাছ থেকে শর্তসাপেক্ষে নেয়া ঋণের পরিমাণ ৪৭০ কোটি ডলারের তুলনায় প্রায় ১৫ কোটি ডলার বেশি।

বিশ্ববাজারে ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব থাকা সত্ত্বেও বাংলাদেশ রপ্তানি আয়ে চলতি বছরের মে‍‍ মাসে আগের বছরের একই মাসে করা আয়ের তুলনায় ২৬ দশমিক ৬১ শতাংশ প্রবৃদ্ধি করেছে। ২০২২ সালের মে মাসে রপ্তানি আয় হয়েছিল ৩৮৩ কোটি মার্কিন ডলার।

ইপিবি‍‍র তথ্য বলছে, গত জুলাই‍‍’২২ থেকে মে‍‍’২৩ পর্যন্ত ১১ মাসে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ৫ হাজার ৫২ কোটি ৭২ লাখ ডলার (৫০.৫২ বিলিয়ন)। টাকায় এর পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৪০ হাজার ৬৪১ কোটি ৪ লাখ টাকা।

ধারণা করা হচ্ছে, বছরশেষে বার্ষিক রপ্তানি আয়েও নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ আয় ছিল ২০২১-২২ অর্থবছরে। মোট ৫২ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থবছরে জুন মাস শেষে এ আয় গড়বে আরেকটি রেকর্ড।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান দাবি করেছেন, রপ্তানি আয়ের এ প্রবৃদ্ধি পণ্যমূল্য বৃদ্ধির কারণে হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা এখন কম তাই রপ্তানি কার্যাদেশ ও পরিমাণ দুটোই কমে গেছে।  

তিনি বলেন, আগামী মাসগুলোতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

বরাবরের মতো পোশাকখাত রপ্তানি আয়ে শীর্ষ স্থান দখল করে আছে। এ খাতে নীট ও ওভেন মিলিয়ে গত ১১ মাসে আয় হয়েছে ৪ হাজার ২৬৩ কোটি মার্কিন ডলার (৪২.৬৩ বিলিয়ন)।

বাংলাদেশে রপ্তানি আয়ের ৮৪ শতাংশের বেশি অবদান তৈরি পোশাক শিল্পের।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, গত অর্থবছরে মোট রপ্তানি আয়ে পোশাকখাতের অবদান ছিল ৪ হাজার ৫৭০ কোটি ডলার (৪৫.৭০ বিলিয়ন)।

তিনি বলেন, ২০৩০ সাল নাগাদ এটিকে ১০০ বিলিয়ন মার্কিন ডলারে নিতে হলে বাজেটে দাবিকৃত সুযোগ সুবিধা দিতে হবে। তা না হলে পোশাকখাত নতুন করে বিপর্যয়ে পড়বে।

ফারুক হাসান বলেন, আগামী দিনে রপ্তানি আয় বাড়াতে দেশের অন্যান্য খাতকেও এগিয়ে আসতে হবে।

Link copied!