উত্তাল শাবিপ্রবি, হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২২, ১০:১৮ এএম

উত্তাল শাবিপ্রবি, হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বন্ধের ঘোষণা প্রত্যাহার এবং উপচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। তাদের অনেকের অভিযোগ, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের নির্দেশেই রবিবার রাতে পুলিশ তাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা ‍ও গুলি চালিয়েছে।

উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী  একাধিক শিক্ষার্থী বলেন, তারা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত মানেন না। এ ছাড়া বাইরে থেকে পুলিশ এনে শিক্ষার্থীদের ওপর হামলা করানোয় তারা উপাচার্যের পদত্যাগ দাবি করছেন। তারা কোনোভাবেই ক্যাম্পাস ত্যাগ করবেন না।

রবিবার রাত ৮টার ঘোষণা দেওয়া হয়, সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য হল বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা তাদের ওপর পালটা হামলা চালালে এ ঘটনা ব্যাপক সংঘর্ষে রূপান্তরিত হয়। পুলিশের ওই হামলায় অর্ধশতাধিক আহত হয়েছে বলে শিক্ষার্থীদের দাবি।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার দুর্ব্যবহারে অতিষ্ঠ হওয়াসহ নানা অব্যবস্থাপনার কারণে  গত ১৩ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টায় আন্দোলনে নামেন হলের ছাত্রীরা। তারা হলের বাইরে অবস্থান নিয়ে হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবি জানান।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটির সদস্যেরা আন্দোলনকারী ছাত্রীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

পরে রাত আড়াইটার দিকে আন্দোলন প্রত্যাহার করেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা। পরবর্তীতে ইতিবাচক সাড়া না পেয়ে  ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা।রবিবার তাদের আন্দোলন চলাকালে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে।

Link copied!