সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব (এপিএস) মন্মথ রঞ্জন বাড়ৈ-কে চাকরিচ্যুত করা হয়েছে। মন্মথ রঞ্জনকে চাকরিচ্যুত করে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অসদাচরণ ও অনুপস্থিতির অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।
২০২০ সালের ১২ এপ্রিল থেকে মন্মথ রঞ্জন বাড়ৈ অনুপস্থিত বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গুরুদণ্ড হিসেবে চাকরিচ্যুত করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এপিএস থাকাকালে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। সংস্কৃতির শিক্ষক মন্মথ রঞ্জন এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।