ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক‘ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে হলে ঢুকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সেলফি তোলার চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীর দুই স্বজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়৷ তবে সন্দেহজনক কিছু না পাওয়ায় পরে পুলিশ তাঁদের ছেড়ে দিয়েছে ৷
ভর্তি পরীক্ষা চলাকালে শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে উপাচার্য মো. আখতারুজ্জামান ক্যাম্পাসের কার্জন হল কেন্দ্র পরিদর্শনে গেলে তাঁর সঙ্গে ওই দুজন হলের ভেতর ঢুকে ছবি তোলেন ও উপাচার্যের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন ৷ তখন বহিরাগত ওই দুই ব্যক্তির হাত থেকে মুঠোফোন নিয়ে নেওয়া হয় এবং তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়৷
জানা গেছে, সালিম সাদমানের ছোট ভাই ‘ক’ ইউনিটের পরীক্ষার্থী ছিলেন ৷ ছোট ভাইকে নিয়ে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন ৷ উপাচার্যের সঙ্গে সেলফি তুলতে পরীক্ষার হলে ঢুকেছিলেন বলে সাংবাদিকদের জানান সালিম ৷
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার রাত ৮টার দিকে সালিম ও মাশরাফিকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।