পরীক্ষা দিতে না পারায় বিশ্ববিদ্যালয়ের হলে নিজ কক্ষে 'গলায় ফাঁস' দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তাঁকে সিলিংয়ে ঝুলতে দেখে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের দ্বিতীয় তলা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সহপাঠীরা জানান, মৃত শিক্ষার্থী রোকেয়া সুলতানা রুকু (২২) বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাটে এবং তিনি বিবাহিত।
হলের রুমমেটদের বরাতে প্রভোস্ট রাকিবা নবী গণমাধ্যমকে জানান, সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে দেখতে পেয়ে সহপাঠীরা উদ্ধার করে ক্যাম্পাসের মেডিকেলে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তখনও তার হার্টবিট পাচ্ছিলেন। তবে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বলেন, “রোকেয়া সুলতানা নামের ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
প্রভোস্ট জানান, অসুস্থতার কারণে রোকেয়া কয়েকটি পরীক্ষা দিতে পারেননি বলে অবসন্ন ছিলেন। ডিপ্রেশনের কথা বলে প্রায় কান্নাকাটি করত বলে সহপাঠীদের কাছ থেকে শুনেছেন।
'আত্মহত্যা'র কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না বলে জানান তিনি। পরিবারের সদস্যরা এখনও এসে উপস্থিত হয়নি বলে যোগ করেন তিনি।