প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ১১ শিক্ষার্থী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৩, ০৩:৪৬ পিএম

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ১১ শিক্ষার্থী

স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন অনুষদের ১১ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।

সোমবার (১ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এই তথ্য জানা যায়।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- আরবি বিভাগের মহিউদ্দিন, তাঁর প্রাপ্ত সিজিপিএ হলো ৩.৯৬। পরিসংখ্যান বিভাগের মো. মোদ্দাসসির হোসাইন আকিব, তাঁর প্রাপ্ত সিজিপিএ হলো ৩.৯৯। আইন বিভাগের আব্দুর রহমান মজুমদার, তাঁর প্রাপ্ত সিজিপিএ হলো ৩.৮২। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের আকিদুর রহমান, তাঁর প্রাপ্ত সিজিপিএ হলো ৩.৯৩। ফার্মেসি বিভাগের ফারিয়া তাসনিম, তাঁর প্রাপ্ত সিজিপিএ হলো ৩.৯৭। ইকোনমিকস বিভাগের শেখ আতিয়া ইসলাম, তাঁর প্রাপ্ত সিজিপিএ হলো ৩.৯৯। ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের স্বপ্নীল সায়ান শাহা, তাঁর প্রাপ্ত সিজিপিএ হলো ৩.৯৪। সমুদ্রবিজ্ঞান বিভাগের জেরিন তাসনিম, তাঁর প্রাপ্ত সিজিপিএ হলো ৩.৯৫। জিনতত্ত্ব ও জীবপ্রকৌশল বিভাগের শায়ান শাহরিয়ার, তাঁর প্রাপ্ত সিজিপিএ হলো ৪.০০। হিস্ট্রি অব আর্টসের ঈশিতা শারমিন সায়মা, তাঁর প্রাপ্ত সিজিপিএ হলো ৩.৭২। চিকিৎসাবিজ্ঞান বিভাগের দেবলিনা সরকার মেধা (১৩৩২/১৫০০)।

উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারই ধারাবাহিকতায় এবার মোট ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীকে এই স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে।

Link copied!