মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২৩, ০২:৫৬ পিএম

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ১৯৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

রবিবার (১২ মার্চ) দুপুর দেড়টায় স্বাস্থ্য অধিদফতরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

গত শুক্রবার (১০ মার্চ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। 

এবার এমবিবিএস কোর্সে সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি।

এদিকে ফল প্রকাশের পর তিনভাবে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।

Link copied!