শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার রাত পৌনে ৮টার দিকে তারা সংযোগ বিচ্ছিন্ন করেন।
আন্দোলনরত এক ছাত্রী বলেন, আমাদের অনশনের ১০০ ঘণ্টা পেরিয়ে গেলেও উপচার্য পদত্যাগ না করায় আমরা তার বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।
এর আগে সন্ধ্যা থেকে উপাচার্যের বাসভবনে প্রবেশের মূল ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দিচ্ছেন না তারা।
নাফিজা আনজুম নামের আন্দোলনরত শিক্ষার্থী বলেন, “শান্তিপূর্ণভাবে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিচ্ছি। আমরা এখানে বসে অনশন করব আর সবাই গিয়ে উনার সঙ্গে দেখা করবে, সেটা আমরা চাই না। এ কারণে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।”
গত ১৩ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের পদত্যাগের দাবিও সামনে আসে আন্দোলনে।