জানুয়ারি ২২, ২০২২, ০১:৪৭ পিএম
শিক্ষকরা পরীক্ষা নেওয়ার আশ্বাস দেওয়ায় অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের কলেজের শিক্ষার্থীরা।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নীলক্ষেত মোড় থেকে সরে গিয়ে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এরপর স্বাভাবিক হয় যান চলাচল।
এসময় ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল বাসার বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরীক্ষা স্থগিত করা হয়।এখানে আমাদের কিছু করার ছিল না। তবে আমরা শিক্ষার্থীদের বলেছি, অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত যাতে পরীক্ষা নেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে।
এর আগে, পূর্বনোটিশ ছাড়া চলমান পরীক্ষা হঠাৎ স্থগিত করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। শনিবার সকাল ৯টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন পরীক্ষা দিতে কেন্দ্রে আসা এসব শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ আজই তাদের শেষ পরীক্ষা ছিল।
শিক্ষার্থী নওরীন নীপা দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, আমরা এক এক জন বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে এসে শুনি আমাদের পরীক্ষা হবে না। সকাল ৯টায় আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
সড়ক অবরোধে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী রাব্বি জমাদ্দার বলেন, আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেন্দ্রে আসার পর জানতে পেরেছি পরীক্ষা স্থগিত করা হয়েছে। কোনো নোটিশ দেওয়া হয়নি। এমন অসম আচরণ শুধুমাত্র সাত কলেজের প্রতিই করা হচ্ছে। আমরা এমনিতেই ভয়াবহ সেশনজটে আছি। আজ শেষ পরীক্ষা থাকলেও কেন্দ্রে এসে জানতে পারি পরীক্ষা স্থগিত৷ আমাদের সঙ্গে এমন প্রহসন কেন?
অবরোধে বেশ কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভয়াবহ সেশনজটে আছি আমরা। আজ শেষ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কেন্দ্রে এসে জানতে পারি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমাদের সঙ্গে এমন প্রহসন কেন? আজকের পরীক্ষা দিলেই শেষ হয়ে যেত আমাদের পরীক্ষা।”
তারা জানান, “আজ পরীক্ষা হলে কী এমন ক্ষতি হতো? অথচ সব কিছুই খোলা রয়েছে। শুধু পরীক্ষা বন্ধ করে দেয়া হয়েছে।” সাত কলেজের ডিগ্রির এসব শিক্ষার্থীর পরীক্ষা ইডেন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।