শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে জানা যাবে আগামী রবিবার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২১, ০২:৩৫ এএম

শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে জানা যাবে আগামী রবিবার

 

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি পর্যালোচনা করতে আগামী রবিবার (৫ সেপ্টেম্বর) আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। উক্ত বৈঠকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হতে পারে। বুধবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে এসব কথা বলেন।

 

সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনার জন্যেই এই আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। কেননা, কেবল শিক্ষা মন্ত্রণালয় একা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোন সিদ্ধান্ত নিতে পারবে না।

 

এর আগে গত ২৬ আগস্ট দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়। সেসময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়িয়ে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়।

 

ওই সভাতেই সিদ্ধান্ত হয়েছিল, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিগগির আরেকটি সভা অনুষ্ঠিত হবে, যা আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

 

২৬ আগস্টের সভায় শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে পাঁচ দফা সিদ্ধান্ত হয়েছে বলে কর্মকর্তারা জানান।  

 


সভার ৫ দফা সিদ্ধান্ত:

 

১. আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করোনার সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। তবে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে কোনো একটি সংখ্যা বিবেচনা করা যায় কি না-সে বিষয়ে জাতীয় কারিগরি কমিটির পরামর্শ চাওয়া হবে।

 

 ২. যদিও শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্কুল রি-ওপেনিং প্ল্যান করে রাখলেও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে এই রি-ওপেনিং প্ল্যান আগামী ৭ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।

 

৩. শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না- তার জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠানে মনিটরিং সেল গঠন করবে এবং প্রতিদিন প্রতিবেদন তৈরি করবে।

 

৪. বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত দিনের মধ্যে সব বিশ্ববিদ্যালয় তাদের যে সমস্ত শিক্ষক-শিক্ষার্থীদের টিকা নিশ্চিতকরণ সাপেক্ষে ১৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

 

৫. আগামী ২ সেপ্টেম্বর বুধবার আবার যৌথসভা অনুষ্ঠিত হবে।  ওই যৌথসভায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে এবং তা গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

 

গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এ পর্যন্ত গত ১৭ মাসে কয়েকবার চেষ্টা করেও এ মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি।

 

 

 

Link copied!