৪০ দিন ধরে নিখোঁজ বিইউবিটির শিক্ষার্থী ইফাজ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২১, ২০২২, ১০:৫০ এএম

৪০ দিন ধরে নিখোঁজ বিইউবিটির শিক্ষার্থী ইফাজ

৪০ দিন ধরে নিখোঁজ রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, মিরপুর সনি সিনেমা হলের সামনে থেকে কালো মাইক্রোবাসে তুলে নেওয়া হয়েছে ইফাজকে। সন্ধান দাবিতে পুলিশের কাছে গেলেও তাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। পুলিশ বলছে, তদন্ত চলছে। এ ঘটনায় শুক্রবার (২০ মে) মানববন্ধন করেন ইফাজের সহপাঠীরা।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, গত ১১ এপ্রিল মিরপুর-১-এর সনি সিনেমা হলের সামনে দিয়ে একটি হাসপাতালে যাচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফাজ আহমেদ চৌধুরী। কিছুক্ষণ পর আবার একই পথে ফিরে আসতে দেখা যায় তাকে। এরপর আর বাসায় ফেরেননি তিনি। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় মিরপুর থানায়। এরপর ৪০ দিন চলে গেলেও ইফাজের কোন খোঁজ না পেয়ে দিশেহারা তার পরিবার। 

ইফাজের মা বলেছেন, ছেলের সন্ধানে র‌্যাব সদর দফতরেও যোগাযোগ করেছেন তিনি। তবে প্রশাসনের কাছ থেকে এখনো কোনো সাড়া না পাওয়ায় হতাশ তিনি। 

পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে ইফাজ নিখোঁজের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ-ওসি মো. মুস্তাফিজুর রহমান জানিয়েছে, ‘ইফাজের বিষয়ে জিডি হওয়ার পরই আমরা খোঁজ নিয়েছি। তার সঙ্গে জড়িত যেসব মোবাইল ফোন নম্বর পেয়েছি, সেগুলোর সাহায্যে সব বিষয় নিয়ে আমরা তদন্ত করছি।’

মিরপুর-২-এ ইফাজের বাড়ি। নিখোঁজ ইফাজ বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি-বিইউবিটির কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং-সিএসই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

Link copied!