দেশব্যাপী ছাত্র সমাবেশের ঘোষণা গণতান্ত্রিক ছাত্র জোটের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৩, ০২:৪১ পিএম

দেশব্যাপী ছাত্র সমাবেশের ঘোষণা গণতান্ত্রিক ছাত্র জোটের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা।

সরকারের পদত্যাগসহ ৬ দাবিতে দেশব্যাপী ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ ঘোষণা দেন।

জোটের নেতারা জানান, আগামী ১৩ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৪ নভেম্বর রংপুর, ৫ নভেম্বর বগুড়া, ৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১১ নভেম্বর বরিশাল, ১৭ নভেম্বর সিলেট, ১৮ নভেম্বর ময়মনসিংহ ও ২৪ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

৬ দফা দাবি:

১. ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। ২. সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, গণতান্ত্রিক এবং একই ধারার শিক্ষা নীতি প্রধান কর। জাতীয় শিক্ষাক্রম- ২০২১ বাতিল।

৩. কাগজ-কলমসহ শিক্ষা উপকরণ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমায় 

৪. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস দখলদারিত্ব বন্ধ কর। অবিলম্বে চার সংসদ নির্বাচন নিতে হবে।

৫. সাইবার নিরাপত্তা আইন ও অ্যাবশ্যকীয় দিন- ২০২৩ বাতিল কর। শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে।

ও রাষ্ট্রীয়ভাবে এমন খুন- নির্যাতন ও বিনা বিচারে মানুষ হত্যা বন্ধ কর। পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বন্ধ করতে থাকেশাসম নিশ্চিত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাদেকুল ইসলাম সোহেল (সম্বনয়ক, গণতান্ত্রিক ছাত্র জোট।সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী), সালমান সিদ্দিকী (সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট), সায়েদুল হক নিশান( সভাপতি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল), রাকিবুল রনি (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন), এহতেশাম ইমন (দপ্তর সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন),অংকন চাকমা(সভাপতি, বৃহত্তর পার্বত্য পাহাড়ি ছাত্র পরিষদ),তাওফিকা প্রিয়া(সভাপতি , বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন)। এ সম্মেলনে তারা দেশব্যাপী ৬দফা দাবি-তে ছাত্র সমাবেশের ডাক দিয়েছেন।সম্মেলনে বক্তব্য পাঠ করেন  বিপ্লবী ছাত্র মৈত্রী-র সভাপতি সাদেকুল ইসলাম সোহেল।

Link copied!