এপ্রিল ১৫, ২০২৫, ০১:১৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তারা সংঘর্ষে জড়ায়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।
এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছেন। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে। ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের রমনা বিভাগের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, সংঘর্ষ শুরুর পর পুলিশ শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে দুপুর পৌনে ১২টার দিকে জানান তিনি।
সংঘর্ষের কারণ জানতে চাইলে তিনি বলেন, তারা এটা জানার চেষ্টা করছেন।