অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:৪১ পিএম

অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর

ছবি: সংগৃহীত

চলতি বছরের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর।

বুধবার, ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী ২১ ডিসেম্বর বাংলা, ২২ ডিসেম্বর ইংরেজি, ২৩ ডিসেম্বর গণিত এবং ২৪ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাঁচটি বিষয়ে চারটি পত্রে ৪০০ নম্বরে এই পরীক্ষা নেওয়া হবে। স্বীকৃতিপ্রাপ্ত সরকারি-বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির ২৫ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে। 

*রুটিন দেখতে ক্লিক করুন এখানে 

Link copied!