অক্টোবর ৭, ২০২৩, ১১:৩৭ পিএম
চলছে ক্রিকেট বিশ্বকাপ। আজ খেলায় বাংলাদেশের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে প্রতিবছরের মতো এবারও নগদ এবং বাংলাদেশ ছাত্রলীগের সৌজন্যে খেলা দেখানো হচ্ছে বড় পর্দায়।
বিশ্বকাপ এলেই যেন টিএসসি প্রাঙ্গন জুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
বড় পর্দায় খেলা দেখার জন্য ভিড় করেছেন ক্রিকেটপ্রেমীরা। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী, রিকশাওয়ালা সকলেই মেতে উঠেছেন খেলা দেখার আনন্দে।
পথশিশুদের মাঝেও যেন উৎসবের আমেজ। পথশিশুদের কেউ কেউ ছুটোছুটি করছে কেউবা বড় পর্দার সামনেই শুরু করেছে কাঠের কড়ি-টুকরো দিয়ে নিজেরাই শুরু করেছে ক্রিকেট খেলা।
রিকশাওয়ালারাও মাঝ দুপুরে জিরিয়ে নিয়ে খেলার দেখার আনন্দে মেতে উঠেছেন। বড় পর্দায় সবার সাথে খেলা দেখতে পেরে খুশি তারাও।
ছুটির দিন হওয়ায় বড় পর্দায় খেলা দেখতে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন অনেকেই।
খেলা দেখতে আসা দর্শকরা জানিয়েছে, এমন উৎসবমুখর পরিবেশে প্রিয় বাংলাদেশ দলের খেলা দেখতে পেরে উচ্ছসিত তারা। এভাবে সকলে মিলে খেলা দেখা এবং প্রিয় দলকে সমর্থন করার মাধ্যমে যেন খেলা দেখার আনন্দ বেড়ে যায় বহুগুণে।
বাংলাদেশ দলের সবগুলো ম্যাচই যেন এভাবে উৎসবমুখর পরিবেশে উপভোগ করতে পারেন সে আশা ব্যক্ত করেছেন তারা।