ময়মনসিংহে একটি লাগেজে পাওয়া খণ্ডিত মরদেহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ওমর ফারুক সৌরভের (২৩) বলে জানিয়েছে পুলিশ। রোববার (২ জুন) সকালে ময়মনসিংহ সদরের সীমান্তবর্তী মনতলা ব্রিজের নিচে সুতিয়া নদী থেকে সৌরভের উদ্ধার করে পুলিশ।
সৌরভ জবির বিবিএ’র শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামে। তবে, সৌরভ ঢাকার উত্তরা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন বলে জানিয়েছে স্থানীয় মাইজবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বোরহান উদ্দিন।
বোরহান উদ্দিন বলেন, “সৌরভ পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে লেখাপড়া করত বলে খোঁজ নিয়ে জেনেছি। তাদের কেউ গ্রামে থাকে না। সৌরভের বাবা ঢাকায় এবং মো. ইলিয়াস নামের এক চাচা ময়মনসিংহ শহরে বসবাস করেন। তবে কেন বা কি কারণে ছেলেটা খুন হয়েছে তা এলাকার কেউ জানে না। খুনের ঘটনাটি পুলিশ আমাকে জানিয়েছে।”
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, “সুতিয়া নদী থেকে কালো রঙের একটি ট্রলি লাগেজ থেকে মরদেহের ৩ খণ্ড এবং পাশেই একটি বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের খন্ডিত মাথা উদ্ধার করা হয়। দুপুরে সৌরভের মামা ময়মনসিংহ কোতোয়ালি থানায় এসে জানান নিহত ব্যক্তি তার ভাগিনা। তার তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।”