এপ্রিল ১৫, ২০২৫, ০৪:০০ পিএম
ছবি: সংগৃহীত
তালা ভেঙে হলে প্রবেশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। দুপুর ২টা থেকে ছাত্রদের ছয়টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, দুপুর পৌনে একটার দিকে তারা ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর তারা বিক্ষোভ মিছিল সহকারে প্রতিটি বিভাগের সামনে গিয়ে হ্যান্ডমাইকে হল খুলে দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ মিছিল সহকারে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার সামনে গিয়ে বিক্ষোভ করেন।
পরে দুপুর ২টা থেকে একে একে ছাত্রদের ছয়টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যকে অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে কর্তৃপক্ষ কোনো বাধা দেয়নি।
গত সোমবার রাতে সিন্ডিকেট সভায় আগামী ২মে হল খোলা, ৪মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু এবং ফেব্রুয়ারি মাসের সংঘর্ষে জড়িত ৩৭ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।