আগস্ট ৩১, ২০২৫, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে ভাঙচুর করেছে শাখা ছাত্রদল।
রোববার, ৩১ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে।
পরে সকাল ১০টার দিকে তারা কার্যালয়ের ভেতরে ঢুকে মনোনয়নপত্র উত্তোলনের টেবিল ও চেয়ার ভাঙচুর করে।
কোষাধ্যক্ষ সেতাউর রহমান বলেন, “আজ (রোববার) সকাল থেকেই তারা কার্যালয় ঘেরাও করেছে, এখন আবার তালাবদ্ধ করে রেখেছে। আমি ভেতরে ঢুকতে পারছি না। দাবি জানানোর বিভিন্ন প্রক্রিয়া আছে, এটা কোনো প্রক্রিয়া হতে পারে না।”
রাবি ছাত্রদল সভাপতি রাহী বলেন, “প্রশাসন প্রথম থেকেই আমাদের দাবি মানতে অপারগতার কথা জানিয়েছে। আমরা শুরু থেকেই বলেছি, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দিতে হবে। প্রশাসন তা মানেনি, তাই আজ আমরা কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এ সময় তার সঙ্গে সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু, বিজয়-২৪ হলের সভাপতি গাজী ফেরদৌস হাসান, সহসভাপতি আহসান হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানও ছিলেন।
এ সময় প্রায় শতাধিক নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।
এদিকে ছাত্রদলের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ও রাবি শাখার কয়েকজন শিক্ষকও সেখানে অবস্থান নেন।
তাদের মধ্যে ছিলেন অধ্যাপক এ নাঈম ফারুকি, অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবু, অধ্যাপক খালেকুজ্জামান মিজান ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম।
এ বিষয়ে জানতে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
২৮ জুলাই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। চতুর্থবারের মতো সংশোধিত তফসিল অনুযায়ী, রোববারই মনোনয়নপত্র বিতরণের শেষ দিন।
রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকেই নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ১ থেকে ৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৬ থেকে ৭ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১০ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
পরে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।