জানুয়ারি ১৬, ২০২৫, ০৬:০৮ পিএম
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেজন্য ঢাকার সুনির্দিষ্ট কিছু এলাকা পারতপক্ষে পরিহার করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিশন পুলিশ—ডিএমপি।
এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, দেশের ১৯টি কেন্দ্রের একাধিক স্থানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মাঝে ঢাকাতেই রয়েছে ১৬টি ভেন্যু। সেগুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস); ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস); বেগম বদরুন্নেছা সরকারি কলেজ; ঢাকা মেডিকেল কলেজ; ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ (নিউ বেইলী রোড); সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (নিউ বেইলী রোড); শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও); ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (আগারগাঁও); সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ; শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; ইডেন মহিলা কলেজ; সরকারি বাংলা কলেজ (মিরপুর) এবং সরকারি তিতুমীর কলেজ (মহাখালী)।
পরীক্ষা উপলক্ষ্যে এসব পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সড়কগুলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, রোকেয়া সরণী, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কে অনেক গাড়ি থাকবে।
তাই, এসব সড়ক যথাসম্ভব পরিহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।