ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ; মিলেছে প্রাথমিক সত্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৪, ০৪:৩৪ এএম

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ; মিলেছে প্রাথমিক সত্যতা

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. নুরুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তথ্যানুসন্ধান কমিটি এর সত্যতা পেয়ে  বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে পাঠিয়েছে এবং সেলকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে৷ এই সময়ে অধ্যাপক নুরুলকে একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত হয়।

গত ২৯  নভেম্বরে অধ্যাপক নুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন  ইন্সটিটিউটের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে সেদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে মানববন্ধন করে ইন্সটিটিউটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে ইন্সটিটিউট  শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের সুষ্ঠু তদন্ত ও  বিচারের দাবিতে উপাচার্যের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছিলেন। এর আগে গত ২৮ তারিখ ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামালের নিকট লিখিত অভিযোগ জমা দেন।

তাছাড়া, গত বছরের জানুয়ারি ও ২০১৪ সালের মে মাসে অন্য দুই ছাত্রীকে যৌন নিপীড়ন করায় অভিযুক্ত হয়েছিলেন এই অধ্যাপক৷  

নারী শিক্ষার্থীর করা অভিযোগের ভিত্তিতে ৩০ নভেম্বর সিন্ডিকেট অভিযোগ তদন্তে তথ্যানুসন্ধান কমিটি করে। আইন অনুষদের ডিন সীমা জামানকে প্রধান করে গঠিত এই কমিটির সদস্য হিসেবে ছিলেন সিন্ডিকেট সদস্য আবুল মনসুর আহাম্মদ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ।

Link copied!