প্রায় এক মাস বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে দেওয়া জ্যেষ্ঠ সহকারী সচিব সত্যজিত রায় দাশের সই করা একটি চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়। চিঠিতে দেশের সব জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, এতদিন শ্রেণিকক্ষ খোলা থাকলেও পাঠদান বন্ধ ছিল। আগামীকাল বুধবার থেকে পাঠদানও শুরু হবে।