অমর একুশে বইমেলা-২০২৪ এ শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৫% ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে মেলা আয়োজক কমিটি। স্কুল-কলেজের শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করে ৩০% ছাড়ে বই কিনতে পারবেন।
সোমবার (২২ জানুয়ারি) বইমেলা আয়োজক কমিটির প্রধান ডা. কে এম মুজাহিদুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মেলার অবকাঠামো ও বিন্যাস কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। মেলা প্রাঙ্গণে বিছানো ইট এবং স্থাপিত চেয়ার কোনক্রমেই স্টলের ভিতরে নেওয়া যাবে না।
আরও বলা হয়েছে, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সুপারিশের পরিপ্রেক্ষিতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদেরকে স্ব স্ব পরিচয়পত্র প্রদর্শনপূর্বক প্রকাশনা প্রতিষ্ঠান নির্ধারিত কমিশনের অতিরিক্ত ৫ শতাংশ কমিশন অর্থাৎ ৩০ শতাংশ কমিশনে বই ক্রয়ের সুবিধা প্রদান করবে।
অমর একুশে গ্রন্থমেলার জন্য বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে প্রস্তুতিমূলক কাজ চলছে জোরেসোরে। ১ তারিখ থেকে শুরু হবে বইমেলা।