মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবি শিক্ষার্থীদের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৫, ০১:২০ পিএম

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবি শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল আজ সোমবারের মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে শুধু মেধার ভিত্তিতে ফল পুনরায় প্রকাশের দাবিও জানিয়েছে তারা।

সোমবার, ২০ জানুয়ারি সকালে শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এসব কথা বলেন।

এর আগে রবিবার রাতেও একই দাবিতে রাজধানীর মিলন চত্বর থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন ঢাকা মেডিকেল কলেজ-ঢামেক হাসপাতালের শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন।

শহীদ মিনারে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনও কোটা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তারা। বলেন, অবিলম্বে এই কোটা প্রথা বাতিল করতে হবে।

শিক্ষার্থীরা উল্লেখ করেন, যে কোটার জন্য এতো প্রাণ দেয়া হলো, সেই কোটা আবার ফিরে এসেছে। এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

Link copied!