১০ ডিগ্রির নিচে ছয় জেলার তাপমাত্রা, তবু বন্ধ হয়নি স্কুল

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৭, ২০২৪, ০৩:০৬ পিএম

১০ ডিগ্রির নিচে ছয় জেলার তাপমাত্রা, তবু বন্ধ হয়নি স্কুল

সংগৃহীত ছবি

আজ বুধবার দেশের অন্তত ৬ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) শিক্ষা বিভাগ নির্দেশনা দেয়, দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামলে স্কুল বন্ধ রাখতে হবে। কিন্তু আজ বুধবার দেশের ছয় জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা ছিল।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে তীব্র শীতে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ছয়টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। এলাকাগুলো হলো বান্দরবান, চুয়াডাঙ্গা, বরিশাল, ঈশ্বরদী (পাবনা), শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ও সীতাকুণ্ড (চট্টগ্রাম)।

তবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে এবং তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে সেখানে স্থানীয় শিক্ষা অফিস প্রশাসনের সঙ্গে কথা বলে স্কুল বন্ধ রাখা যাবে এমনটা বলা হয়েছে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, গতকাল স্পষ্ট বলা হয়েছে কোন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে। যেসব জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার পরও বন্ধ রাখা হয়নি তা স্থানীয় প্রশাসন ভালো বলতে পারবে। আমাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য আসেনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস গণমাধ্যমকে বলেন, গতকাল মন্ত্রণালয় থেকে কোন পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকবে তা স্পষ্ট করা হয়েছে। যেসব জেলায় ১০ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে সেসব জেলা ও বিভাগীয় শিক্ষা অফিসার সিদ্ধান্ত নেবেন।

Link copied!