একুশের বইমেলা দুই সপ্তাহ পিছিয়ে গেল

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২২, ০৮:৩৯ পিএম

একুশের বইমেলা দুই সপ্তাহ পিছিয়ে গেল

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ওমিক্রনের দাপটের কারণে দেশের করোনা সংক্রমণ দ্রুত গতিতে বেড়ে যাওয়ায় চলতি বছর একুশের বইমেলা নিধারিত সময়ে শুরু হচ্ছে না। এবার দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।

বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমি জানি দুই সপ্তাহ পিছিয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হবে,তবে আমাদের কাছে এখনও মন্ত্রণালয় (সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়) থেকে অফিশিয়ালি চিঠি আসেনি।”

করোনা পরিস্থিতির কারণেই মেলা শুরুর সময় পেছানো হয়েছে বলেও তিনি জানান।

একুশের বইমেলা শুরু পিছিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে একাধিকবার মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়িনি। তবে মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য রিপোর্ট ডট লাইভকে জানায়, গত সপ্তাহ থেকে করোনার সংক্রমণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তার মোকাবিলায় সরকারের দেওয়া ১১ দফা স্বাস্থ্যবিধি অনুসরণ করেই মেলা শুরুর তারিখ পেছানো হয়েছে।

প্রতি বছর নিয়ম অনুযায়ী ১ ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত বছর দেড় মাসেরও বেশি সময় পিছিয়ে ১৮ মার্চ শুরু হয়েছিল। এবছর আসছে ১৫ ফেব্রুয়ারি বই মেলা শুরুর কথা বলা হলেও করোনা সংক্রমণের পরিস্থিতির ওপর এটা নির্ভর করছে। সংক্রমণ পরিস্থিতি বাড়লে মেলা শুরুর সময় আরও পিছিয়ে যেতে পারে বলে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছে।

Link copied!