দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এলে আগামী নভেম্বরে মাধ্যমিক এবং ডিসেম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।
রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দেশের সামগ্রিক করোনার সংক্রমণ এখন নিম্নমুখী জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘যদিও সংক্রমণের হার এখনও ২০ শতাংশের ওপরে। আমরা আশা করছি এ হার ধীরে ধীরে কমে আসবে। তাই, পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হয়ে এলে প্রথমে এসএসসি, পরে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।’
সংক্রমণের হার ১০ শতাংশে নেমে এলে প্রথমে বিশ্ববিদ্যালয় এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও তিনি জানান।
গত বছরের অভিজ্ঞতার উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বছর নভেম্বর ও ডিসেম্বরে সংক্রমণের হার অনেক কমে গিয়েছিল। এ কারণেই আমরা এবারও নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষার সময়সূচিসহ সবকিছুই ঠিক করা হয়েছে।’