করোনা টিকা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি শিক্ষার্থী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৯:৪৭ পিএম

করোনা টিকা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরর্ধেকের কিছু বেশি শিক্ষার্থী করোনা ভাইরাসের কমপক্ষে এক ডোজ পেয়েছেন। টিকা পাওয়ার অপেক্ষায় আরও ৬ হাজার শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক মোহাম্মদ আসিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ আসিফ হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৮ হাজার। এর মধ্যে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অন্তত একটি ডোজ নিয়েছেন। শতকরা হিসেবে যা প্রায় ৫২ দশমিক ৬৩ শতাংশ। টিকা নেওয়ার অপেক্ষায় আছে প্রায় ৬ হাজার জন। বাকিরা এখনো বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত লিংকে নিবন্ধন করেননি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল আগামী ৫ অক্টোবর আবাসিক হলগুলো খুলে দেওয়ার সুপারিশের অনুমোদন দিয়েছে। এখন বিষয়টি শনিবারের (১৮ সেপ্টেম্বর) সিন্ডিকেট সভায় অনুমোদন দিলে ওই দিন থেকেই হলগুলো খোলা হবে। শুরুতে কেবল চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ৫ অক্টোবর শুধু স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের জন্য হল খুলে দিয়ে তাঁদের ক্লাস ও পরীক্ষা শেষ করা হবে। পরীক্ষা শেষে তাঁরা (চলে যাওয়ার পর নভেম্বরের মাখামাঝি প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে উঠিয়ে সরাসরি ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে।

Link copied!