খুব শিগগিরিই প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য টিফেন: প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২২, ১০:৫৫ পিএম

খুব শিগগিরিই প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য টিফেন: প্রতিমন্ত্রী

খুব শিগগিরিই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রতিমন্ত্রী বলেন, স্কুলে শিক্ষার্থীদের দীর্ঘ সময় ক্লাসে থাকতে হয়। ক্ষুধা লাগলে ছাত্ররা পড়ায় মন দিতে পারে না। এ চিন্তা করে সরকার সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিফিনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করেছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এর মধ্য দিয়ে দেশে শিক্ষার ভিত স্থাপিত হয়।

জেলা প্রশাসক একেএম গালিভ গানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী এবং অন্যরা।

Link copied!