খুলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ও

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২১, ১২:৫৫ এএম

খুলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ও

এবার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। শুক্রবার  (২৪ সেপ্টেম্বর) ইউজিসি এক বিজ্ঞপ্তিতে শর্তসাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি দেয়।

করোনার কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকার পর তাদের এই অনুমতি দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে ইউজিসি জানিয়েছে, শর্তসাপেক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে নিজ ব্যবস্থাপনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস, পরীক্ষা ইত্যাদিসহ শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারবে।

বিশ্ববিদ্যালয়গুলো খোলার অনুমতির পাশাপাশি ইউজিসিরে দেওয়া দুটি শর্ত হলো:

১. শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ ইতোমধ্যে কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে অথবা ভ্যাকসিন গ্রহণের জাতীয় পরিচয়পত্র জাতীয় সুরক্ষা সেবা পোর্টালে (surokkha.gov.bd) অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছে এবং

২. ১৮ বছর বা তদুর্ধ্ব শিক্ষার্থী যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্মনিবন্ধন সনদের ওয়েবলিংকে (https://univacuge.gov.bd) ভ্যাকসিন গ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন করে থাকলে এবং পরবর্তীতে জাতীয় সুরক্ষা সেবা ওয়েবপোর্টালে (surokkha.gov.bd) অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা গ্রহণের নিবন্ধন করে থাকলে।

করোনার প্রাদুর্ভাবের মধ্যে দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশের স্কুল-কলেজ শর্তসাপেক্ষে খুলে দিয়েছে সরকার। মেডিকেল কলেজও পরীক্ষা-ক্লাস শুরু হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার প্রস্তুতি চলছে। এর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ও খুলে দেওয়ার অনুমতি দিয়েছে ইউজিসি।

 

Link copied!