ছুটি নিয়ে গুজবে কান না দিতে সতর্ক করেছে মন্ত্রণালয়

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২২, ০৯:৩৩ পিএম

ছুটি নিয়ে গুজবে কান না দিতে সতর্ক করেছে মন্ত্রণালয়

আসছে পবিত্র রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্ক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঘোষিত তারিখ ও সময়েই চলবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র রমজানের ছুটির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদানের নাম করে গুজব ছড়ানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

গুজবকারীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২২ মার্চের প্রজ্ঞাপন অনুয়ায়ি ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৪ মার্চের প্রজ্ঞাপন মোতাবেক শ্রেণিকক্ষে সরাসরি পাঠদানে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ২৬ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে এবং শ্রেণিকক্ষে পাঠদান চলবে বলে আগেই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Link copied!