জাবিতে বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের প্রস্তাব

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৫, ২০২২, ০৩:২৭ এএম

জাবিতে বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের প্রস্তাব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৯ তম সিনেট অধিবেশনে  বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের প্রস্তাব দিয়েছেন সিনেটররা। শুক্রবার সাড়ে ৩ টায়  উপাচার্যের বক্তব্যের মাধ্যমে সিনেট অধিবেশন শুরু হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতারের বাজেট উপস্থাপন পরবর্তী আলোচনায়  এ প্রস্তাব দেন সিনেটররা।

এসময় রেজিস্টার গ্রাজুয়েট প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন,আমরা বঙ্গবন্ধুকে যেখানে-সেখানে ব্যবহার করছি। অথচ এই বিশ্ববিদ্যালয়ে এখনও কোন 'বঙ্গবন্ধু চেয়ার' নেই। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার রয়েছে, এমনকি দেশের বাইরে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বঙ্গবন্ধুর নামে চেয়ার রয়েছে।  তাই অতিদ্রুত বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের দাবি জানাচ্ছি।' উল্লেখ্য, দীর্ঘ ১০৯১ দিন পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম সিনেট অধিবেশন হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অধিবেশন এখনও চলমান।

Link copied!