ঢাবিতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মে ২৩, ২০২২, ০৪:৫২ এএম

ঢাবিতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে।

আজ সন্ধ্যায় টিএসসির পশ্চিম গেইটে এই মারধরের ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মারধরের শিকার ছাত্রদল কর্মী আতিক মোর্শেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।


জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সদস্য নাহিদুজ্জামান শিপন মারধরের কথা উল্লেখ করে বলেন, “প্রতিদিনের মতো আজ সন্ধ্যায়ও আমরা টিএসসিতে আড্ডা দিচ্ছিলাম। এক পর্যায়ে টিএসসির গেইটের দিকে চিৎকারের আওয়াজ শুনে সেখানে গেলে জসীম উদ্দীন হল ছাত্রলীগের কয়েকজন কর্মী আতিককে মারধর করছে। তখন তারা আতিককে ছিনিয়ে নিয়ে আনে।”

এ বিষয়ে জসীম উদ্দীন হল ছাত্রলীগের সভাপতি সুমন খলিফা ওরফে ওয়ালীউল সুমন বলেন, “আজকে ছাত্রদলের উস্কানিমূলক বক্তব্যের বিরোধীতা করে আমরা সন্ধ্যায় একটি মিছিল করি। সেখানে কারো সাথে কথা কাটাকাটি বা হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত সেটি আমরা এখনও জানি না।”

উল্লেখ্য, মারধরের শিকার আতিক ঢাকা মেডিকেল থেকে প্রথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেছেন।

Link copied!