ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভবন থেকে পড়ে আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে যথাযথ সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা। তিনি অভিযোগ করেছেন, মঙ্গলবার দুপুরে জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের পাঁচতলা থেকে পড়ে আহত হন চতুর্থ বর্ষের ছাত্র অনিমেষ। তাঁর জন্য জরুরিভাবে শয্যার ব্যবস্থা করতে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুলকে ফোনে অনুরোধ করেছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা।
প্রাধ্যক্ষ বলেন, ”আহত ছাত্রের জন্য জরুরি বেডের ব্যবস্থা করতে আমি তাঁকে ফোন করলে তিনি আমাদের কাউকে পাঠাতে বলেন। এর মধ্যে আমি আরেকজন রোগীকে দেখতে যাই। কিছুক্ষণ পর ছাত্ররা এসে আমাকে জানায়, তিনি (পরিচালক) বলেছেন, প্রাধ্যক্ষ লেপের নিচে বসে থেকে ফোন করে লোক পাঠায়! পরে কার্যালয়ে গিয়ে আমি তাঁকে বলে এসেছি, ম্যানার পাল্টাতে হবে৷ আমাদের একজন আহত ছাত্র তো আপনাদেরও সন্তানের মতো।”
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেলের পরিচালক দ্য রিপোর্টকে বলেন, ওই শিক্ষার্থী আসার সাথে সাথেই আমরা তাকে রিসিভ করেছি। আমিও তাকে দেখতে গিয়েছি, এর পরেও যদি তারা কোন অব্যবস্থাপনা কিংবা সেবার অপর্যাপ্ততা অনুভব করেন, তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করুক। বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা সবসময়ই সহযোগিতা ও সমন্বয়ের চেষ্টা করি।