ফুল দিতে আসা ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মে ৭, ২০২৩, ০১:৩১ এএম

ফুল দিতে আসা ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেইজে শনিবার (৬ মে) দুপুর দেড়টার দিকে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানা যায়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। 

দ্যা রিপোর্ট ডট লাইভকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, আজ ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয় "খ" ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রতিবছরের ন্যায় এবারও ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের ফুল ও কলমের মাধ্যমে বরণ করে নেওয়ার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালিয়ে ৬ জনকে আহত করে। এর মধ্যে ৩  জন গুরুতর আহত। 

আহতরা হলেন- ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক জারিফ, আব্দুল্লাহ আল সাব্বির, অনিক মুজিব ও আতিক ইশরাক।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার সময় নবীনদের শুভেচ্ছা জানাতে ফুল ও কলমের বিরুদ্ধে যে ছাত্রসংগঠন সশস্ত্র হামলা চালায় তা আদৌ ছাত্রসংগঠন কি না তা নিয়ে সন্দেহ আছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এহেন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথেই ছাত্রলীগের সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করবে।

এদিকে ছাত্রদলের অভিযোগকে উড়িয়ে দিয়ে দ্যা রিপোর্ট ডট লাইভকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা আজ সকাল থেকে ১৮টি হেল্প ডেস্কে শিক্ষার্থীদের সহাতায় কাজ করেছে। শিক্ষার্থীদের তথ্য প্রদান, ইলেক্ট্রনিক জিনিসপত্র সংগ্রহ, জয় বাংলা বাইক সার্ভিস এসব কাজ করেই শেষ করতে পারছে না। তারা আবার মারামারি করতে যাবে কখন। 

তিনি আরও বলেন, আমরা শুনেছি ছাত্রদলের দুটি গ্রুপ ফুল দিতে এসেছিল। তাদের মধ্যে হয়তো কোনো সংঘর্ষ হয়েছে।

অন্যান্য সংগঠনের ন্যায় ছাত্রদল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক বসাতে পারে না কেন এই প্রশ্নের উত্তরে তানভীর হাসান সৈকত বলেন, বিএনপির জন্ম ক্যান্টনমেন্ট থেকে। তারা জনমানুষ কিংবা সাধারণ শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসারও চিন্তা করে না। তারা জনসাধারণের নিকট দায়বদ্ধ নয়। তাই ছাত্রদলকে এ সকল শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডে দেখা যায় না।

Link copied!