সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির পাঁচ সদস্য।
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই দফা সময় নিয়েও তদন্ত কমিটির কাছে বক্তব্য উপস্থাপন করতে আসেননি অভিযুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন। বৃহস্পতিবার দুপুর ১টায় তদন্ত কমিটির নিকট উপস্থিত হয়ে তার বক্তব্য উপস্থাপন করার কথা ছিল। বিকেল ৩টা পর্যন্ত তদন্ত কমিটি অপেক্ষা করলেও তিনি আসেননি। অতঃপর তার সঙ্গে কথা না বলেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার আবদুল লতিফ বলেন, আজ (২১ অক্টোবর) তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন। আগামীকাল(শুক্রবার) সিন্ডিকেট সভায় সবার সামনে সেটি উন্মোচন করা হবে।
তদন্ত কমিটির প্রতিবেদনের ওপরে ভিত্তি করে সিন্ডিকেট সভায় করণীয় সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘ যদি এতে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়, তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এটাও ওই সভায়ই সিদ্ধান্ত নেওয়া হবে।’