মে ২৯, ২০২২, ০২:৪০ পিএম
শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে অপচেষ্টা করছে। শান্তি বিনষ্টকারীদের দেশের মানুষ কঠোর হাতে প্রতিহত করবে বলে জানান দীপু মনি।
রবিবার (২৯ মে) বেলা ১১টায় চাঁদপুর বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশের মানুষ শান্তি চায় জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কাউকেই শিক্ষাঙ্গণ অস্থিতিশীল করতে দেওয়া হবে না। মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে চলছে বলেই দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, চিকিৎসক জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।