সংশোধনী ফলাফলে এক বিদ্যালয়ের বৃত্তি পাওয়া সবাই বাদ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩, ২০২৩, ০৩:৫১ এএম

সংশোধনী ফলাফলে এক বিদ্যালয়ের বৃত্তি পাওয়া সবাই বাদ

প্রাথমিক বিদ্যালয়টিতে বৃত্তি পরীক্ষার প্রথম ফলাফলে তিনজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ার তালিকায় ছিল। পরে বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলাফলে তিনজনই বাদ পড়েছে। বিদ্যালয়টিতে ১৫ বছর আগে একজন মাত্র শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছিল। এরপর আর কোনো শিক্ষার্থী বৃত্তি পায়নি। এবার বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। বৃত্তি পরীক্ষার প্রথম প্রকাশিত ফলাফলে সাধারণ গ্রেডে ১৮-১৯-২০ নম্বর রোল ছিল। অর্থাৎ বিদ্যালয়টি থেকে তিনজন বৃত্তি পেয়েছিল। কিন্তু এখন সবাই বাদ পড়েছে।

বাদপড়া এক শিক্ষার্থীর অভিভাবক আবদুল করিমসহ অন্যরা জানান, সন্তানদের বৃত্তিতে আমরা খুবই খুশি হয়েছিলাম। এখন এই ঘটনায় আমরা লজ্জিত।

রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আজাদুর রহমান বলেন, বৃত্তি পরীক্ষার স্থগিতকৃত ফলাফলের তালিকায় আমাদের বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর রোল নম্বর সাধারণ গ্রেডে ছিল। বুধবার রাতে প্রকাশিত সংশোধিত বৃত্তি পরীক্ষার ফলাফলের তালিকায় ওই রোল নম্বরগুলো নেই।

জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, বৃত্তি পরীক্ষার সংশোধিত তালিকা প্রকাশ হয়েছে। কে বাদ পড়ল কে যোগ হয়েছে তা এখন বলা যাচ্ছে না।

Link copied!