সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরামর্শ শিক্ষক নেটওয়ার্কের

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২১, ০৮:০৬ পিএম

সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরামর্শ শিক্ষক নেটওয়ার্কের

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্ল্যাটফম বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একইসাথে হল খুলে দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে বিভিন্ন বর্ষের পরীক্ষা গ্রহণ ও সশরীরে একাডেমিক কার্যক্রম চালু করার পরামর্শ দেওয়া হয় তাদের পক্ষ থেকে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব পরামর্শ দেওয়া হয় সংগঠনটির নেতৃবৃন্দের পক্ষ থেকে। এসময় তারা চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় খোলার কর্মপরিকল্পনা নিয়ে তাদের প্রস্তাব তুলে ধরেন।

 

প্লাটফর্মের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম এসব প্রস্তাব তুলে ধরেন। এসব প্রস্তাবে অগ্রাধিকার ভিত্তিতে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের হলে ওঠার সুযোগ দান,শতভাগ আবাসন নিশ্চিত না করে পরীক্ষা না নেওয়া, শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড টেস্ট ও টিকাদান, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারগুলোর সক্ষমতা বৃদ্ধি, পরীক্ষা গ্রহণ ও পাঠদানের ক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে অনলাইন ও অফলাইনে কার্যক্রম পরিচালনা করার কথা বলা হয়। এছাড়াও উক্ত প্রস্তাবে শিক্ষক-শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের জন্য দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজের ব্যবস্থা এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও উল্লেখ করা হয়। এছাড়াও ঝরে পড়া শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার প্রস্তাবও দেওয়া হয় তাদের পক্ষ থেকে।  

 

এসময় মাইদুল ইসলাম বলেন, ‘সব কিছু খোলা রেখে কেবল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার মাধ্যমে আমরা জাতি হিসেবে শিক্ষার প্রতি এবং ভবিষ্যত প্রজন্মের প্রতি অন্যায় করছি’। এসময় তিনি শিক্ষা কার্যক্রম কিভাবে চালু করা যায় সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা জারি রাখতে আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মুহাম্মদ বলেন, ‘সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে খোলার কথা আমরা বলছি না। প্রথমে বিশ্ববিদ্যালয়গুলো, এরপর পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠিান খুলে দেওয়া যেতে পারে। এসময় তিনি সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে গড়িমসি করলে তার প্রতিবাদ হিসেবে উন্মুক্ত স্থানে প্রতিকী ক্লাস নেওয়ার কথা বলেন। তবে তিনি আশা করেন, সরকার দাবি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে।

এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ হারুন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোপালগঞ্জ) শিক্ষক আরাফাত রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন দেন। উক্ত সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন। 

 

Link copied!