হিয়াকে ডুবতে দেখে বাঁচাতে গেলেন রিতু; মৃত্যু কেড়ে নিলো দুজনকেই

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২৩, ০৫:১২ পিএম

হিয়াকে ডুবতে দেখে বাঁচাতে গেলেন রিতু; মৃত্যু কেড়ে নিলো দুজনকেই

সংগৃহীত ছবি

ঝুম বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে ভিজতে বের হয়েছিলেন দুই বান্ধবী হিয়া ও রিতু। হঠাৎই পা পিছলে হিয়া লেকে পড়ে যান। সাঁতার না জানা বান্ধবীকে ডুবতে দেখে রিতু লেকে নামেন উদ্ধার করতে। কিন্তু দুজনেই ডুবে যান। প্রায় ১০ মিনিট খুঁজে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে অন্য শিক্ষার্থীরা।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১ আগস্ট) এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)।

নিহত শিক্ষার্থী তাসপিয়া জাহান রিতু (২০) ও অনন্যা হিয়া (২০) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেলা সাড়ে বারোটার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল। ওই সময় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী লেক পাড় দিয়ে বৃষ্টিতে ভিজছিল। বৃষ্টিতে ভেজার পর তারা বিশ্ববিদ্যালয় লেকে পড়ে নিখোঁজ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা না দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে লেকে দেখতে পেয়ে উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন তাদের মৃত ঘোষণা করেন।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রিতুর বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট ও হিয়ার খুলনার বয়রায়। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের সামনে মেসে থাকতেন।

এ দিকে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার শিক্ষার্থী লেখাপড়া করলেও চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। একটি নামেমাত্র মেডিকেল সেন্টার রয়েছে। কিন্তু সেখানে নিয়মিত ডাক্তার পাওয়া যায় না, অক্সিজেন সেবা নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ে লেক থাকলেও সেখানে ওঠা-নামার কোনো ব্যবস্থা নেই।

Link copied!