৬৮ হাজার শিক্ষক নিয়োগ করা হবে, এনটিআরসিএ’র বিজ্ঞপ্তি প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২২, ০৭:৩০ পিএম

৬৮ হাজার শিক্ষক নিয়োগ করা হবে, এনটিআরসিএ’র বিজ্ঞপ্তি প্রকাশ

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৬৮ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

৬৮ হাজার ৩৯০টি শূন্যপদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮টি শূন্য পদ রয়েছে। মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্যপদ ৩৬ হাজার ৮৮২টি।

বুধবার প্রকাশিত এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এবিএম শওকত ইকবাল শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এন্ট্রি লেভেলের ৬৮ হাজারের বেশি পদে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেতে আগামী ২৯ ডিসেম্বর আবেদন শুরু হবে। প্রার্থীরা ওইদিন দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে নিম্নবর্ণিত শূন্য পদের ভিত্তিতে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আগামী ২৯ ডিসেম্বর আবেদন শুরু হবে।

http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহীরা। অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে টাকা জমা দেওয়াসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত প্রার্থীদের যাদের বয়স ৩৫ তারা আবেদনের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, দেশের বেসরকারি মাধ্যমিক ও উচচ মাধ্যমিক পর্যায়ের এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একসঙ্গে এত বেশি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি এর আগে কখনও দেওয়া হয়নি। এর আগে, গত বছরের ৩০ মার্চ ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদের জন্য তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ কর্তৃপক্ষ। 

Link copied!