ভ্রমণ বাঁধা শিথিল করেছে ভারত। সম্প্রতি দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৭ অক্টোবর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী ১৫ অক্টোবর থেকে দেশটিতে ভ্রমণ করতে ভিসা দেবে ভারত সরকার। অর্থাৎ, আগামী ১৫ অক্টোবর থেকে বিদেশী নাগরিকরা ভারতে ভ্রমণে যেতে পারবে। তবে তাদের অবশ্যই ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় নির্দেশিত ‘বায়ো বাবল’ পদ্ধতি অনুসরণ করতে হবে।
কোভিড-১৯ মহামারিতে দীর্ঘদিন বিপর্যস্ত ছিল ভারত। দেশটিতে কোভিডে মৃত্যুর সংখ্যাও অনেক বেশি ছিল। ফলে ভারত দেশটিতে ভ্রমণের ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছিল।