অবসর নেওয়া বিষয়ে নরেন্দ্র মোদি যা বললেন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২২, ০৪:১৪ পিএম

অবসর নেওয়া বিষয়ে নরেন্দ্র মোদি যা বললেন

নির্বাচনে জিতলে আবারও ভারতের প্রধানমন্ত্রী হবেন-এমনটাই জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি। সাধারণত বয়স ৭০ বছর পেরুলেই তৃতীয় মেয়াদে আর কেউ দেশটির প্রধানমন্ত্রী হন না।

দেশের বিভিন্ন শিবির থেকে তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কিনা এমন জল্পনা চলার মধ্যেই তিনি নিজেই বার্তা দিলেন, ২০২৪ সালে বিজেপি জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তিনিই। অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে থাকবেন। তখন তার বয়স হবে ৭৮ বছর!

 

শনিবার গুজরাটের ‘উৎকর্ষ সমারোহ’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়,  আগামী ২০২৪ সালে নরেন্দ্র মোদির বয়স হবে ৭৩ বছর। আর দেখা যাচ্ছে, কেন্দ্র–রাজ্য বিভিন্ন সিনিয়র, প্রবীণ বিজেপি নেতাকে প্রত্যক্ষ রাজনীতি থেকে সন্ন্যাস দেওয়া হয়েছে। কেউ চলে গিয়েছেন বানপ্রস্থে। কেউ রাজ্যপাল হয়েছেন।স্বাধীন ভারতে তিনবার টানা প্রধানমন্ত্রী হয়েছেন একমাত্র জওহরললাল নেহরু।

 

সম্প্রতি, ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী অমিত শাহ, আমার শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাকে অভিনন্দন জানাই।”

আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ ফস্কে বেরিয়ে গেছে বলে জানিয়েছিলেন বিশ্ব শর্মা, কিন্তু তাতেও জল্পনা থামেনি। তাহলে কি ২০২৪ লোকসভা নির্বাচন জিতলে অমিত শাহ প্রধানমন্ত্রী হচ্ছেন? 

 

জল্পনা আরও বাড়ে বিজেপির দলীয় নীতির জন্যই। গেরুয়া শিবিরে নেতাদের বয়স ৭৫ পেরলেই ‘অবসরে’ পাঠানো হয়। যেমনটা করা হয়েছিল লালকৃষ্ণ আদভানি এবং মুরলী মনোহর জোশির ক্ষেত্রে। ২০২৪ নির্বাচনের সময় মোদির বয়স হবে ৭৪ বছর। তাহলে কি বানপ্রস্থে যাবেন মোদিও? তা হয়তো নয়। সূত্রের খবর তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে নেহরুকে ছুঁতে চান মোদি। একথা তিনি নিজেই জানিয়েছেন। 

শনিবার গুজরাটের ‘উৎকর্ষ সমারোহ’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি বলেন, “সম্প্রতি নাকি বিরোধী দলের এক বড় নেতা তাঁকে প্রশ্ন করেছিলেন  এ নিয়ে।” মোদি বলেন, “ওঁর (বিরোধী নেতা) মতে দু’ বার প্রধানমন্ত্রী হলেই সব পাওয়া হয়ে গেল। কিন্তু আমি সেই প্রকৃতির মানুষ নই। এখন আমার বিশ্রাম নেওয়ার সময় নয়। আমার স্বপ্ন, উন্নয়নমূলক প্রকল্পগুলিকে ১০০ শতাংশ সফল করে তোলা।” অর্থাৎ ‘অবসর’ নেওয়ার কোনও ভাবনাই নেই নরেন্দ্র মোদির। এজন্য অপেক্ষা করতে হবে অমিত শাহকে।  

Link copied!