আদালতকক্ষে এলোপাথাড়ি গুলিতে নিহত ৪

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৯:২০ পিএম

আদালতকক্ষে এলোপাথাড়ি গুলিতে  নিহত ৪

ভারতের রাজধানী দিল্লিতে বিচার চলাকালেই আদালতকক্ষে মধ্যে গোলাগুলিতে অন্তত ৪ জনের মুত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঘটা এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, এই ঘটনায় দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে। উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষের মধ্যেই দুই বিরোধী সন্ত্রাসী দলের মধ্যে গুলাগুলি শুরু হয়। বেশ কিছু সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল বলে জানা গিয়েছে।

সংবাদ সূত্রে জানা যায়, গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। সে রকম এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই তার বিরোধী গোষ্ঠীর সন্ত্রাসীরা তার ওপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, ‘‘আইনজীবীর পোশাক পরে আততায়ীরা আদালতের মধ্যেই গোগীর উপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।’’

সূত্র: আনন্দবাজার।

Link copied!