হামাসের ঘাঁটি থেকে 'আগুনের বেলুন' নিজেদের ভূখণ্ডে আছড়ে পড়ার জবাবে গাজায় আরও একবার আকাশ পথে হামলা চালিয়েছে ইসরাইল। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাতের শুরুতে গাজায় ইসরাইলের হামলার আওয়াজ পাওয়া যায় বলে জানায় বিবিসি।
ইসরাইলের অগ্নিনির্বাপক বাহিনীর দেয়া তথ্য মতে, মঙ্গলবার হামাসের বেশ কিছু ঘাঁটি থেকে ইসরাইলকে উদ্দেশ্য করে কিছু বেলুন বাতাসে ভাসিয়ে দেয়া হয়। এই 'আগুনের বেলুন' বিস্ফোরিত হলে দক্ষিণ ইসরাইলে ২০টির বেশ স্থানে আগুন ছড়িয়ে যায়। যা পরবর্তীতে নিয়ন্ত্রণে আনে দেশটির অগ্নিনির্বাপক বিভাগ।
মে মাসের ২১ তারিখ ১১ দিন পর যুদ্ধ বিরতি শেষে এই প্রথম আবারও গাজায় হামলা চালাল ইসরাইল।
মঙ্গলবার হামাসের হুমকির জবাবে পূর্ব জেরুজালেমে ইসরাইলের দখলকৃত এলাকায় মিছিল বের করে দেশটির ইহুদি জাতীয়তাবাদীরা।
ইসরাইলের প্রতিরক্ষা ফোর্সের (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়, গাজা শহর এবং খান ইউনুসে হামাসের নিয়ন্ত্রণাধীন সামরিক ভবনকে লক্ষ্য কর এই হামলা চালানো হয়েছে। তারা জানায়, এই সকল ভবন থেকে 'সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ইসরাইল সকল কিছুর জন্যই প্রস্তুত রয়েছে।
হামাসের মুখপাত্র টুইট বার্তায় জানায়, ফিলিস্তিন জেরুজালেমকে রক্ষায় তাদের সাহসী প্রতিরক্ষা ও প্রতিরোধ চালিয়ে যাবে।
এদিকে সংঘাতের পথ থেকে সরে আসার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করা নাফতালি বেনেটের কোয়ালিশন সরকার ক্ষমতা গ্রহণের তৃতীয়দিনের মাথায় এই বিমান হামলা চালাল ইসরাইল। বিবিসি জানায়, মাত্র ১০ মিনিটের বিমান হামলায় ইসরাইল বুঝিয়ে দিতে চেয়েছে, কিছুদিন আগে হওয়া যুদ্ধ বিরতির ক্ষতি কাটিয়ে উঠতে কাদের বেশি ধকল পোহাতে হচ্ছে। বিষয়টিকে ফিলিস্তিনের উদ্দেশ্যে এক সতর্ক বার্তা প্রেরণের মতই।
সূত্র: বিবিসি।