উত্তরাখণ্ডে নিহত বেড়ে ৫০, নিখোঁজ অনেকে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২১, ০৪:৪৭ পিএম

উত্তরাখণ্ডে নিহত বেড়ে ৫০, নিখোঁজ অনেকে

উত্তরাখণ্ডে হিমবাহধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০ জনে। এখনও নিখোঁজ দেড় শতাধিক। রোববার তপোবন জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে ৬টি মরদেহ উদ্ধার করা হয়। একইদিন, রেনি গ্রামে মেলে আরও ৭টি দেহাবশেষ।

পুলিশ জানায়, এখন পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ৪১ জন চামোলি জেলার। নতুন মরদেহ পাবার পর উদ্ধারকাজের গতি আরও বাড়ানো হয়েছে। যতো দ্রুত সম্ভব টানেলে আটকা শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ধারণা করা হচ্ছে, অন্তত ৩৯ শ্রমিক সেখানে আটকা পড়েন। তবে বন্যা হওয়ার আটদিন পর কতজন শ্রমিককে টানেল থেকে জীবিত উদ্ধার করতে পারবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেন উদ্ধারর্মীরা ।

উত্তরাখণ্ডের ডিজিপি বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়াকে জানান, পরিস্থিতি এখনও পর্যন্ত আমাদের প্রতিকূলে। সুড়ঙ্গের মধ্যে আর ১৮০ মিটার এগোতে পারলে আমরা প্রকৃত অবস্থা বুঝতে পারবো। তিনি আরও বলেন, মৃতদেহের ময়নাতদন্তেও জানা যায়, মাটিচাপা পরে তারা মারা গেছেন।  

উল্লেখ্য ৭ ফেব্রুয়ারি হিমালয়ের নন্দাদেবী হিমবাহধসে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়। উন্মত্ত জলস্রোতে বিলীন হয় দুটি জলবিদ্যুৎ প্রকল্প-৫টি ব্রিজ, হাজারো ঘরবাড়ি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

Link copied!