অক্টোবর ১৬, ২০২১, ০৪:৫৯ পিএম
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড অ্যামেসের (৬৯) হত্যাকাণ্ডকে সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। শুক্রবার (১৫ অক্টোবর) কয়েকবার উপর্যুপরি ছুড়ির আঘাতে আ্যামেস মৃত্যুবরণ করেন।
অ্যামেস হত্যায় জড়িত সন্দেহে সোমালি বংশোদ্ভূত যুক্তরাজ্যের স্থানীয় অধিবাসী ২৫ বছরের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র গার্ডিয়ানকে জানিয়েছে, তিনি ঝুঁকিপূর্ণ উগ্রবাদীদের তালিকায় ছিলেন।
যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, কাউন্টার টেররিজম পুলিশের সমন্বয়ক উপসহকারী কমিশনার ডিন হেডন আনুষ্ঠানিকভাবে এ হত্যাকাণ্ডকে সন্ত্রাসীকাজ হিসেবে ঘোষণা দিয়েছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামপন্থী উগ্রবাদীরা জড়িত। পুলিশ তদন্তের অংশ হিসেবে লন্ডনের দুটি ঠিকানার খোঁজ করছে। পুলিশের ধারণা, গ্রেপ্তার ব্যক্তি একাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে হামলা ও হামলাকারী সম্পর্কে সাসেক্স কাউন্টার টেররিজম পুলিশ সদর দপ্তরে বিস্তারিত জানানো হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এমআইফাইভ তদন্তকাজ পর্যালোচনা করছে।
স্থানীয় সময় গতকাল সকালে এসেক্সের লেহ-অন-সি শহরের একটি গির্জায় হামলার শিকার হন এমপি ডেভিড অ্যামেস। তিনি সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করছিলেন। একাধিকবার ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
দেশটিতে গত পাঁচ বছরে দুজন এমপিকে হত্যার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
পাঁচ বছর আগে ২০১৬ সালে জো কক্স নামের লেবার পার্টির পার্লামেন্ট সদস্যকে হত্যা করা হয়। গতকালের হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যদের নিরাপত্তাঝুঁকি নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সব পার্লামেন্ট সদস্যদের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
যুক্তরাজ্যের বিভিন্ন দলের নেতারা ডেভিড অ্যামেস হত্যাকাণ্ডে শোক জানিয়েছেন। ডাউনিং স্ট্রিট ও পার্লামেন্টে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, অ্যামেস দয়ালু, শান্ত ও অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি বিপদগ্রস্ত মানুষের উপকারে আসে—এমন আইন প্রণয়ন করতেন।
লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার এটিকে কালো ও শোকাহত দিন হিসেবে চিহ্নিত করেন।
যুক্তরাজ্যে ব্রিটিশ এমপি হত্যার ঘটনা নতুন নয়; ২০১০ সালে স্টিফেন টিমস নামে লেবার পার্টির আরও একজন এমপিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ২০০০ সালে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এমপি নাইজেল জোনসের সহকারী অ্যান্ড্রু পেনিংটনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
রোমান ক্যাথলিক হিসেবে বেড়ে ওঠা স্যার ডেভিড অ্যামেস রাজনৈতিকভাবে সামাজিক সমতার পক্ষে ছিলেন। গর্ভপাতবিরোধী অবস্থান ও বন্য প্রাণী সুরক্ষায়ও সোচ্চার ছিলেন তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা।