করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করবেন সুগা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২১, ০৪:০৯ পিএম

করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করবেন সুগা

করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যার্থ হওয়ায় পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা। দায়িত্ব পাওয়ার মাত্র ১ বছরের মাথায় পদত্যাগ করতে যাচ্ছেন তিনি।

 

দেশটিতে এ বছরের সাধারণ নির্বাচনের আগে করোনা মহামারিতে সুগার জনপ্রিয়তা ৩০ শতাংশেরও নিচে নেমে এসেছে।

জাপানে ১৫ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নাগরিকদের টিকাদানে পিছিয়ে আছে দেশটি। করোনা মহামারিতে অলিম্পিক গেমস আয়োজনও নেতিবাচকভাবে নিয়েছে জাপানিরা।  

২০২০ সালের সেপ্টেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগ করলে ৭২ বছর ইউশিহিদে সুগা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আগামী ২৯ সেপ্টেম্বর জাপানের ক্ষমতাসীন দল এলডিপি'র দলীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য দলের নেতা নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জাপানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

 

Link copied!